ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শিলিগুড়ি, ১০ নভেম্বর, (হি.স.): ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে অংশ নেন তিনি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করেন। বিশেষ করে ত্রাণ
ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


শিলিগুড়ি, ১০ নভেম্বর, (হি.স.): ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে অংশ নেন তিনি।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করেন। বিশেষ করে ত্রাণ বিতরণ, ভেঙে পড়া সড়ক ও সেতুর পুনর্নির্মাণের কাজ কতদূর এগিয়েছে, তা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি, যেসব পরিবারের বাড়িঘর প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে, তাঁদের হাতে আর্থিক আশ্বাসও দেন তিনি।

পুজোর পর পর হঠাৎ প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের একাধিক জেলা। ইতিমধ্যে সেখানে মেরামতির কাজ হয়েছে। বিপর্যস্ত পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande