
শিলিগুড়ি, ১০ নভেম্বর, (হি.স.): ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে অংশ নেন তিনি।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করেন। বিশেষ করে ত্রাণ বিতরণ, ভেঙে পড়া সড়ক ও সেতুর পুনর্নির্মাণের কাজ কতদূর এগিয়েছে, তা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি, যেসব পরিবারের বাড়িঘর প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে, তাঁদের হাতে আর্থিক আশ্বাসও দেন তিনি।
পুজোর পর পর হঠাৎ প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের একাধিক জেলা। ইতিমধ্যে সেখানে মেরামতির কাজ হয়েছে। বিপর্যস্ত পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত