ভাগলপুর থেকে উধনা পর্যন্ত একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেন
কলকাতা, ১০ নভেম্বর(হি.স.): যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে, রেল কর্তৃপক্ষ ভাগলপুর থেকে উধনা পর্যন্ত একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ০৩৪১৫ ভাগলপুর – উধনা অসংরক্ষিত একমুখী বিশেষ ট্রেন ১২.১১.২০২৫ তারিখে ভাগলপুর থেকে ০৫:০০ টায়
ভাগলপুর থেকে উধনা পর্যন্ত একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেন


কলকাতা, ১০ নভেম্বর(হি.স.): যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে, রেল কর্তৃপক্ষ ভাগলপুর থেকে উধনা পর্যন্ত একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

০৩৪১৫ ভাগলপুর – উধনা অসংরক্ষিত একমুখী বিশেষ ট্রেন ১২.১১.২০২৫ তারিখে ভাগলপুর থেকে ০৫:০০ টায় ছেড়ে পরের দিন ১৮:০০ টায় উধনা পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলের অধিক্ষেত্রের ২৩টি স্টেশনে থামবে। এর মধ্যে আছে সুলতানগঞ্জ, বারিয়ারপুর, জামালপুর এবং আভাইপুর স্টেশন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande