খুনের মামলায় ধৃত পঞ্চায়েত সদস্য, পথ অবরোধ মালদায়
মালদা, ১০ নভেম্বর (হি.স.): খুনের মামলায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের ঘটনায় পথে নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মাস তিনেক আগের একটি খুনের
খুনের মামলায় ধৃত পঞ্চায়েত সদস্য, পথ অবরোধ মালদায়


মালদা, ১০ নভেম্বর (হি.স.): খুনের মামলায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের ঘটনায় পথে নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাস তিনেক আগের একটি খুনের মামলায় জড়িত থাকার অভিযোগে পঞ্চায়েত সদস্য জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। এরই প্রতিবাদে মালদা মানিকচক রাজ্য সড়কে নেমে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। তাঁদের দাবি, এনুমারেশন ফর্ম পূরণ করে দেওয়ার জন্য ওই পঞ্চায়েত সদস্যকে ফর্মগুলি দেওয়া হয়েছিল। এখন গ্রেফতার হলে ফর্ম পূরণে গ্রামবাসীদের সমস্যা হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande