অবশেষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সাড়ে তিন বছর পর জেলমুক্তি
কলকাতা, ১০ নভেম্বর (হি.স.): অবশেষে সব মামলায় জামিন। এবার জেলমুক্তির অপেক্ষায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।সোমবার বিশেষ সিবিআই আদালতে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপরই আদালত পার্থবাবুর জামিন মঞ্জুর করে। জেলমুক্তির নির্
পার্থ চট্টোপাধ্যায়


কলকাতা, ১০ নভেম্বর (হি.স.): অবশেষে সব মামলায় জামিন। এবার জেলমুক্তির অপেক্ষায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।সোমবার বিশেষ সিবিআই আদালতে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপরই আদালত পার্থবাবুর জামিন মঞ্জুর করে। জেলমুক্তির নির্দেশ দেওয়া হয়।

জামিনের জন্য শর্ত হিসেবে ৯০ হাজার টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়। সেই টাকাও জমা পড়ে গিয়েছে বলে খবর। বিশেষ সিবিআই আদালত থেকে মুক্তির আদেশ আলিপুর আদালতের সিজেএমের এজলাসে যাবে। সেখান থেকেই তা জমা পড়বে প্রেসিডেন্সি জেলে। তারপর ঘরে ফেরা বলে খবর।

সোমবার পার্থবাবুর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালত সূত্রে খবর, সিবিআই বিশেষ আদালতে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়। ফলে আর জামিন পাওয়ায় সমস্যা ছিল না তাঁর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande