
নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): বিহারে এবারের ভোট সুশাসন ও জঙ্গলরাজের মধ্যে। মহাজোটকে কটাক্ষ করে বললেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। সোমবার এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, এই নির্বাচন জঙ্গলরাজ এবং সুশাসনের মধ্যে। তেজস্বী যাদব তার বাবার খারাপ শাসন, দুর্নীতি এবং ভয়ের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তেজস্বী যাদব এখনও তার বাবার জঙ্গলরাজের উত্তরাধিকার পরিচালনা করছেন। দুইবারই যখন নীতীশ কুমার লালু পরিবার থেকে বিদায় নিয়েছিলেন, তিনি বলেছিলেন যে বিহারের দুর্নীতির জন্য তাদের কাছে কোনও উত্তর নেই।
বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ বলেন, তেজস্বী আজ বলেছেন, 'কেন সব শিল্প কেবল বিজেপি শাসিত রাজ্যগুলিতেই স্থাপন করা হয়? বিহার বা তামিলনাড়ুতে কেন নয়?' আমি সবসময় বলি যে রাহুল গান্ধী হোমওয়ার্ক করেন না। মনে হচ্ছে তেজস্বী তাঁর সাথে থাকার পর একই অবস্থার শিকার হয়েছেন। দয়া করে কিছু হোমওয়ার্ক করুন, তেজস্বী। আপনি একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, যদিও আপনি কখনও মুখ্যমন্ত্রী হতে পারবেন না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা