রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন বিধানসভায়
কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) : রাজ্য বিধানসভার লবিতে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতি ১৭৭তম জন্মজয়ন্তীতে উপলক্ষ্যে সোমবার শ্রদ্ধা জানানো হয়েছে। উল্লেখ্য, এদিন অনাড়ম্বর এক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ
পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় জন্মবার্ষিকী স্মরণ


কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) : রাজ্য বিধানসভার লবিতে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতি ১৭৭তম জন্মজয়ন্তীতে উপলক্ষ্যে সোমবার শ্রদ্ধা জানানো হয়েছে। উল্লেখ্য, এদিন অনাড়ম্বর এক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উল্লেখ্য, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় অন্যতম সদস্য ছিলেন। ১৮৭৬ - ১৮৯৯ সাল পর্যন্ত তিনি কলকাতা কর্পোরেশনের ও সদস্য হিসেবে পদে আসীন ছিলেন। ২৬ জুলাই, ১৮৭৬ সালে সুরেন্দ্রনাথ সর্বভারতীয় আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ভারত সভা বা ইন্ডিয়ান আ্যসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande