শিয়ালদা–লালগোলা যাত্রীবাহী ট্রেন ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য নিয়ন্ত্রিত হবে
কলকাতা, ১০ নভেম্বর (হি. স.): ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদা ডিভিশনের পলাশী – রেজিনগর স্টেশনের মধ্যে , ২৪০ মিনিট (২৩:৩৫ ঘন্টা থেকে ০৩:৩৫ ঘন্টা পর্যন্ত) ট্র্যাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে। রেলের প্রেস বিবৃতিতে এ কথা জানিয়ে লেখা হয়েছে
শিয়ালদা–লালগোলা যাত্রীবাহী ট্রেন ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য নিয়ন্ত্রিত হবে


কলকাতা, ১০ নভেম্বর (হি. স.): ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদা ডিভিশনের পলাশী – রেজিনগর স্টেশনের মধ্যে , ২৪০ মিনিট (২৩:৩৫ ঘন্টা থেকে ০৩:৩৫ ঘন্টা পর্যন্ত) ট্র্যাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে।

রেলের প্রেস বিবৃতিতে এ কথা জানিয়ে লেখা হয়েছে, সোম, মঙ্গল এবং শুক্রবার রাতে

(১০/১১.১১.২০২৫, ১২/১৩.১১.২০২৫ এবং ১৫/১৬.১১.২০২৫) এই নিয়ন্ত্রণ কার্যকরী হবে। ফলে ৫৩১৮১ শিয়ালদা – লালগোলা যাত্রীবাহী ট্রেনটি ওই ব্লকের দিনগুলিতে ৩০ মিনিটের জন্য পুনঃনির্ধারিত করা হবে এবং

সংক্ষিপ্তভাবে যাতায়ত করবে কৃষ্ণপুর থেকে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande