
শিলিগুড়ি, ১০ নভেম্বর, (হি.স.): “বাংলার ৪৩ শতাংশ এলাকা নদীমাতৃক। ফি বারই ক্ষতিগ্রস্ত হয়। অথচ বাংলাকে বন্যার কোনও ক্ষতিপূরণ দেয় না কেন্দ্র। বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে।”
সোমবার উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তিস্তাকে আটকে দিয়েছে, এটা ফৌজদারি অপরাধ নয়? তিস্তাকে বাঁচাতে হবে এটা তো ভাবে না? সমস্যাটা ফেস করতে হয় বাংলাকে। আর ওদের নেতাদের মুখে বড় বড় কথা।
কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “টাকা তো দেয়ইনি উল্টে আমাদের রাজ্য থেকে ২০ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে। মানুষ স্বাস্থ্য বিমা থেকে সুবিধা পাচ্ছে। এর জন্য আমাদের তহবিল থেকে ২০ হাজার কোটি টাকা গেছে। কিন্তু এর জন্য মিরজাফর, গদ্দারদের কোনও কৃতিত্ব নেই।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত