দিনহাটায় তিন বাংলাদেশী গ্রেফতার
দিনহাটা, ১০ নভেম্বর (হি.স.): রবিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। তারা দুই ভারতীয় নাগরিকের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল বলে জানা গেছে। বিএসএফের ১৬৮তম ব্যাটালিয়নে
দিনহাটায় তিন বাংলাদেশী গ্রেফতার


দিনহাটা, ১০ নভেম্বর (হি.স.): রবিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। তারা দুই ভারতীয় নাগরিকের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল বলে জানা গেছে। বিএসএফের ১৬৮তম ব্যাটালিয়নের সাহেবগঞ্জ দলবাড়ি ক্যাম্পের জওয়ানরা টহল দেওয়ার সময় পাঁচজনকে আটক করে।

বিএসএফ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র, নগদ টাকা এবং কিছু সন্দেহজনক নথি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের সাহেবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পুলিশ ধৃতদের আদালতে হাজির করলে তাদের দুই দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়।

বিষয়টি সম্পর্কে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক অভিযোগ করেন, কিছু রোহিঙ্গা মুসলিম জাল ভোটার কার্ড তৈরি করে সীমান্ত এলাকায় অবৈধভাবে বসবাস করছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande