
ধর্মনগর (ত্রিপুরা), ১০ নভেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ক্ষমতাসীন দলের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে এবং জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গত তিন দিন ধরে ধর্মনগর ডিপো থেকে আগরতলায় পেট্রোল ও ডিজেল বহনকারী ট্যাঙ্কারগুলি পুলিশ পাহারায় পাঠানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনই সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে একাধিক ট্যাঙ্কার রাজ্যের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে, যাতে পরিবহনের সময় কোনও ধরনের বিঘ্ন না ঘটে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং প্রয়োজনীয় পরিষেবাগুলি যাতে বাধাহীনভাবে চলতে পারে, সে জন্য সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে।
এদিকে, সংঘর্ষের পেছনের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, রাজ্যজুড়ে জ্বালানি বিতরণে যাতে কোনও প্রভাব না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ