
উত্তর দিনাজপুর, ১০ নভেম্বর (হি.স.): এনুমারেশন ফর্মে ঠিকানা সংক্রান্ত বিভিন্ন তথ্য ভুলের অভিযোগে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কয়েকশো ভোটার। পাশাপাশি, তাঁরা ব্লক অফিস সংলগ্ন রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান।
সোমবার দুপুরে হেমতাবাদ সদর এলাকার ঘটনা। পরে, ব্লক প্রশাসন আন্দোলনকারীদের ফর্ম ক্রুটিমুক্ত করার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ দিন হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার ভোটাররা হাতে গণনা-পত্র নিয়ে ওই আন্দোলনে শামিল হন। তাঁদের অভিযোগ, বিএলওর কাছ থেকে পাওয়া ওই ফর্মে তাঁদের বাড়ির ঠিকানা, থানার নাম ও পিন নম্বরের মতো বিভিন্ন তথ্য ভুল রয়েছে। হেমতাবাদ ব্লক প্রশাসনের এক আধিকারিকের বক্তব্য, সমস্যা মেটানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ