বহরমপুরে মাদক সহ গ্রেফতার যুবক
বহরমপুর, ১০ নভেম্বর (হি.স.): গাঁজা সহ এক যুবক গ্রেফতার হল বহরমপুরে। রবিবার গভীর রাতে বহরমপুরের মোহনা বাস টার্মিনাস চত্বরের ঘটনা। ঘটনার তদন্ত শুরু হয়েছে| পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম প্রকাশ রায়। তার বাড়ি বহরমপুর শহর লাগোয়া মুর্শিদাবাদ থানার আ
বহরমপুরে মাদক সহ গ্রেফতার যুবক


বহরমপুর, ১০ নভেম্বর (হি.স.): গাঁজা সহ এক যুবক গ্রেফতার হল বহরমপুরে। রবিবার গভীর রাতে বহরমপুরের মোহনা বাস টার্মিনাস চত্বরের ঘটনা। ঘটনার তদন্ত শুরু হয়েছে|

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম প্রকাশ রায়। তার বাড়ি বহরমপুর শহর লাগোয়া মুর্শিদাবাদ থানার আমানিগঞ্জ চর এলাকায়। তার কাছ থেকে ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ধৃত প্রকাশ শিলিগুড়ি থেকে ওই গাঁজা নিয়ে বহরমপুরে আসছিল। এখানে আমানিগঞ্জ চরেরই এক জনকে দেওয়ার কথা ছিল। তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনার সঙ্গে আরও কে বা কারা যুক্ত, কোনও চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande