জোলাইবাড়ির পশ্চিম পিলাক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ধারাবাহিক ভাঙচুরে উদ্বেগ
জোলাইবাড়ি (ত্রিপুরা), ১০ নভেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম পিলাক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বারবার ভাঙচুর ও অসামাজিক কার্যকলাপের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সোমবার সক
ত্রিপুরা সরকার


জোলাইবাড়ি (ত্রিপুরা), ১০ নভেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম পিলাক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বারবার ভাঙচুর ও অসামাজিক কার্যকলাপের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে কেন্দ্রটি খুলতে এসে কর্মীরা দেয়ালে গোবর লেপা দেখতে পেয়ে হতবাক হয়ে যান। ধারণা করা হচ্ছে, শিক্ষার পরিবেশকে নোংরা ও কলুষিত করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এই ন্যক্কারজনক কাজটি করেছে। জানা গেছে, সন্ধ্যার পর থেকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চত্বরটি অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যেখানে মদ্যপান করা হয়।

ঘটনার খবর পেয়ে আইসিডিএস সুপারভাইজার বাপন কর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি বলেন, “এটি প্রথমবার নয় যে এই ধরনের ভাঙচুর বা হয়রানির ঘটনা ঘটেছে। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে, যা আর সহ্য করা যায় না।” তিনি আরও জানান, পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে জোলাইবাড়ি পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হবে।

এই ধারাবাহিক ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। সকলেই প্রশাসনের কাছে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande