পশ্চিম মজলিশপুরে বিশেষভাবে সক্ষমদের হাতে সহায়ক যন্ত্র বিতরণ
আগরতলা, ১০ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সমাজের প্রতিটি স্তরের মানুষের উন্নয়নে কাজ করছে— এমন বার্তা দিয়ে সোমবার পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েতে সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন ও পর্যটন মন্ত্রী স
চলন সামগ্রী বিতরণ


আগরতলা, ১০ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সমাজের প্রতিটি স্তরের মানুষের উন্নয়নে কাজ করছে— এমন বার্তা দিয়ে সোমবার পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েতে সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ কৃত্রিম অঙ্গ উৎপাদন সংস্থার তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে ১১৪ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তির হাতে ৫৯৫টি সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে সহায়তা ও যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন প্রকল্পের আওতায়।

মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ হাতে উপকরণ বিতরণ করে বলেন, “এই উদ্যোগটি শুধুমাত্র সরঞ্জাম দেওয়া নয়, বরং এটি ব্যক্তিদের মর্যাদাপূর্ণ ও স্বনির্ভর জীবনযাপনের ক্ষমতায়ন।” তিনি আরও বলেন, “বিজেপি সরকার সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয় বদলে দিয়েছে। এখন তারা ‘দিব্যাঙ্গজন’— বিশেষভাবে সক্ষম নাগরিক, যাদের শক্তি ও সক্ষমতাকে সম্মান জানায় আমাদের সমাজ।”

মন্ত্রী উল্লেখ করেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বহু সুবিধাভোগী আজ স্বাবলম্বী হয়ে উঠেছেন, যা উন্নয়নের বাস্তব উদাহরণ।তিনি আরও বলেন, “আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে, আমাদের সরকার এমন এক সমাজ গড়ে তুলছে যেখানে শারীরিক সক্ষমতা নির্বিশেষে প্রত্যেক নাগরিক গর্ব ও মর্যাদার সঙ্গে এগিয়ে যেতে পারে।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande