
আগরতলা, ১০ নভেম্বর (হি.স.) : ত্রিপুরায় গ্যাস বিতরণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন নিয়ে সোমবার রাজভবনে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট, ওটিপিসি, নেপকো, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, টিএনজিসিএল, গেইল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভার শুরুতে রাজ্যে গ্যাস সরবরাহ ও বিতরণ সংক্রান্ত একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাজ্যপালকে সমগ্র পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। টিএনজিসিএল-এর পক্ষ থেকে জানানো হয়, পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহের লক্ষ্যে উদয়পুর, জিরানীয়া এবং মোহনপুরে কাজ বর্তমানে জোরকদমে চলছে।
রাজ্যপাল সভায় উপস্থিত সকল প্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের প্রতিনিধিদের রাজ্যে পর্যাপ্ত পরিমাণে পেট্রোলিয়ামজাত জ্বালানি মজুত রাখার নির্দেশ দেন তিনি। রাজ্যপাল আরও বলেন, সময়মতো এবং গুণগতমান বজায় রেখে সকল উন্নয়নমূলক প্রকল্প সম্পন্ন করা অত্যন্ত জরুরি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ