
মালদা, ১৫ নভেম্বর, (হি.স.): ক্ষমতায় এলে বিজেপি শুধু বাংলার লক্ষ্মীদের কথাই ভাববে না, নারায়ণদের জন্যও ব্যবস্থা করবে৷ বিহার নির্বাচনে সংখ্যালঘু মহিলাদের ভোট বিজেপির দিকে গিয়েছে ৷ এই রাজ্যেও তার ব্যতিক্রম হবে না৷ শনিবার মালদায় এই মন্তব্য করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷
সুকান্তবাবু বলেন, তৃণমূল এখন লক্ষ্মীদের কাছ থেকে নারায়ণ ছাড়া করে দিয়েছে৷ লক্ষ্মী এখন গ্রামে আর নারায়ণদের কেউ গুজরাত, উত্তরপ্রদেশ, বেঙ্গালুরুতে৷ যেভাবে বিহারে জীবিকা দিদি করা হয়েছে, মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে, এখানেও সেটা করা হবে৷ যাতে তাঁর পরিবারকে তাঁকে ছেড়ে যেতে না-হয়৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত