
শ্রীভূমি (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : অসম সরকারের প্রবর্তিত আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে শ্রীভূমি জেলা সদরের উপকণ্ঠ উজানডিহি এলাকার কর্ণমধুতে প্রকাশ্যে একটি ফাস্টফুডের দোকানে গো-মাংস বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট রেস্তরাঁর মালিক জনৈক ইসলাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
ইসলাম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, সে বহুদিন ধরে তার ফাস্টফুডের দোকানে গ্রাহকদের মধ্যে নানা আইটেম, বিশেষ করে বিরিয়ানি ইত্যাদিতে চিকেনের বদলে গো-মাংস মিশিয়ে দিচ্ছিল। এমন-কি, গ্রাহকদের পাতে পাঁঠার বদলে গো-মাংস পরিবেশন করে খাওয়াত। গতকাল (শুক্রবার) রাতে বিষয়টি কোনও এক গ্রাহকের কাছে ধরা পড়ে যায়। শুরু হয় হই-হট্টগোল। আশপাশের মানুষ ক্ষোভে ফেটে পড়েন। সৃষ্টি হয় উত্তেজনার।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের দল। পুলিশ অভিযুক্ত রেস্তরাঁর মালিক জনৈক ইসলাম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় এনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নির্দিষ্ট আইনের ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এলাকার বাসিন্দার বলেছেন, ওই ফাস্টফুডের দোকানের আশপাশে রয়েছে বিভিন্ন দেবদেবীর মঠ-মন্দির সহ উপাসনাস্থল। রাজ্যে সরকার কর্তৃক প্রবর্তিত আইনে বলা হয়েছে, মঠ-মন্দির, দেবালয়, উপাসনাস্থলের পাঁচ কিলোমিটারের মধ্যে কোনও অবস্থায় গোহত্যা, গো-মাংস বিক্রি ও ভক্ষণ চলবে না, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবুও একাংশ বেপরোয়া মানুষ রাজ্যের আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে চলেছে।
প্রসঙ্গত, গত বছরের ১৯ অক্টোবর এমনই এক ঘটনার দায়ে পাথারকান্দি থানাধীন চেরাগি বাজারের হিন্দুস্তান হোটেল কাম রেস্টুরেন্ট সিল করেছিল শ্রীভূমি জেলা প্রশাসন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস