শ্রীভূমিতে পালিত জনজাতীয় গৌরব দিবস
শ্রীভূমি (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : দেশের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ও জনজাতি নেতা ভগবান বিরসা মুণ্ডার ১৫০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ শনিবার শ্রীভূমি জেলায় বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হয়েছে। ভগবান বিরসা মুণ্ডার জন
অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং শ্রীভূমির জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী


প্রয়াত জুবিন গার্গের প্রতিকৃতিতেও শ্রদ্ধাঞ্জলি অৰ্পণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মুহূৰ্ত


শ্রীভূমি (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : দেশের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ও জনজাতি নেতা ভগবান বিরসা মুণ্ডার ১৫০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ শনিবার শ্রীভূমি জেলায় বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হয়েছে।

ভগবান বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের গৃহীত ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জনজাতীয় গৌরববর্ষ পক্ষ পালনের অঙ্গ হিসেবে সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও আজ জনজাতীয় গৌরব দিবস পালন করা হয়েছে। এদিন শ্রীভূমি জেলার লোয়াইরপোয়া ব্লকের অন্তর্গত ছাগলমোয়া ট্রাইবাল এমই স্কুলে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয়। রাজ্যের মৎস্য, পশু পালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের (পিএমজিএসওয়াই) মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্ৰধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীভূমির জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা পরিষদের সভাপতি অনিলকুমার ত্রিপাঠী, ডিডিসি দীপক জিডুং, জেলা পরিষদের সিইও মুন গগৈ, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্য প্রশাসনিক ও বিভাগীয় আধিকারিক এবং জেলার বিভিন্ন স্থান থেকে আগত হালাম, চরাই, ডিমাসা, খাসি, রিয়াং, রুকিনি বর্মণ, ত্রিপুরী, রাংলং জনজাতি সম্প্রদায়ের জনগণ ও শিল্পীরা অংশগ্রহণ করেন।

কার্যসূচিতে ভগবান বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা পরিষদের সভাপতি অনিলকুমার ত্রিপাঠী, জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী প্রমুখ উপস্থিত বিশিষ্টগণ। অনুষ্ঠানে জনজাতি জনগণের সংগীত ও নৃত্য সহ এক মনোরম সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থলে জনজাতি সম্প্রদায়ের পরম্পরাগত খাদ্য সামগ্রীর জনপ্রিয়তা বৃদ্ধি করতে ফুডস্টল ও রন্ধন প্রণালী প্রদর্শন করা হয়। পাশাপাশি জনজাতি জনগণের উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী ও বিক্রির অস্থায়ী স্টলের ব্যবস্থা এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়।

এদিন প্রকৃতির সাথে জনগণের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রধান অতিথি সহ অন্যান্যরা স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু ভগবান বিরসা মুণ্ডার জীবন-আদর্শ, সাহসিকতা, দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং আধ্যাত্মিক বিষয়ে সারগর্ভ বক্তব্য পেশ করেছেন। তিনি বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক জনজাতিদের উন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন।

জেলাশাসক বিরসা মুণ্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর জীবন ও আদর্শ নিয়ে আলোকপাত করেন। জনজাতীয় গৌরব দিবসে গুজরাটে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। এদিনের অনুষ্ঠানে প্রয়াত সংগীত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে সবাই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande