নদীয়া'তেও পালিত হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস
কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : নদীয়া জেলাতেও শনিবার প্রখ্যাত অভিনেতা, কবি ও নাট্যকার এবং আবৃত্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানানো হয়েছে। শুক্রবার প্রয়াণ দিবস স্মরণেই সালৌনি পারফর্মিং আর্টস (শান্তিপুর) এক স্মরণ অনুষ্ঠানের
নদীয়া জেলাতে'ও সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে


কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : নদীয়া জেলাতেও শনিবার প্রখ্যাত অভিনেতা, কবি ও নাট্যকার এবং আবৃত্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানানো হয়েছে। শুক্রবার প্রয়াণ দিবস স্মরণেই সালৌনি পারফর্মিং আর্টস (শান্তিপুর) এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। তাঁদের নিজস্ব মহলা ঘরে এদিন এক আলোচনাচক্রের ব্যবস্থা ছিল। স্মৃতিচারণ করেন গুণমুগ্ধরা। তাঁর সম্পর্কে দু - চার কথা জানাতে গিয়ে পীতম ভট্টাচার্য বলেন, সিটি কলেজে পড়ার সময়ে যেমন তাঁর কবিতা লেখা শুরু, তেমনি শিশির ভাদুড়ির কাছে নাটকের হাতেখড়ি। সত্যজিৎ রায়ের - অপুর সংসার সিনেমাতে প্রথম অভিনয়। তারপর তাঁর ১৪ টি সিনেমায় অভিনয় করেন। এছাড়া সমকালীন সমস্ত প্রখ্যাত পরিচালকের সিনেমায় কাজ করেছেন। ৬০ বছরের সিনেমা জীবনে প্রায় ৩০০ ছবিতে অভিনয় করেছেন। পদ্মভূষণ - দাদাসাহেব ফালকে সমস্ত পুরস্কার ঝুলিতে রয়েছে। এদিন সংগঠনের পক্ষে রিঙ্কু মুখার্জি বলেন, নিয়মিতই অগ্রজদের এভাবে স্মরণ করি আমরা । প্রকাশিত হয়েছে কবিতা সমগ্র, গদ্য সমগ্র, নাট্য সমগ্র। এরকম বহুমুখী ও প্রতিভাধর মানুষের সংখ্যা সংস্কৃতির অঙ্গনে তুলনায় কম। এদিন ছাত্র ছাত্রীরা আবৃত্তি পরিবেশন করে। উল্লেখ্য, ২০২০ সালে আজকের দিনেই অর্থাৎ ১৫ নভেম্বর প্রয়াত হয়েছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande