একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে সাক্ষাৎকারের ফল প্রকাশ
কলকাতা, ১৫ নভেম্বর, (হি.স.): এসএসসি-র একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে সাক্ষাৎকারের ফল প্রকাশ হল। সাক্ষাৎকারের আগে হবে ভেরিফিকেশন। প্রায় ২০ হাজার প্রার্থীর ফল প্রকাশ হয়েছে। সূত্রের খবর, এসএসি-র ওয়েবসাইটে প্রার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন। এসএসসি-র এক
একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে সাক্ষাৎকারের ফল প্রকাশ


কলকাতা, ১৫ নভেম্বর, (হি.স.): এসএসসি-র একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে সাক্ষাৎকারের ফল প্রকাশ হল। সাক্ষাৎকারের আগে হবে ভেরিফিকেশন। প্রায় ২০ হাজার প্রার্থীর ফল প্রকাশ হয়েছে।

সূত্রের খবর, এসএসি-র ওয়েবসাইটে প্রার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন। এসএসসি-র একাদশ-দ্বাদশে শিক্ষকের শূন্য পদ ১২,৪৪৫। চাকরিহারাদের অধিকাংশই রয়েছেন সাক্ষাৎকারের তালিকায়।

লিখিত পরীক্ষার ৬০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ১০ নম্বর, এই তিনটির ভিত্তিতে মোট প্রাপ্ত নম্বরের নিরিখেই তৈরি হল সংশ্লিষ্ট তালিকা।

এই তালিকায় রয়েছে প্রার্থীদের নাম। তার পাশেই রয়েছে তাঁদের রোল নম্বর। রয়েছে ওএমআর-এর পাতায় অর্থাৎ লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর। সঙ্গে রয়েছে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত নম্বর এবং সবশেষে উল্লেখ রয়েছে ৮০-এর মধ্যে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী কত পেলেন সেটাও।

মোট ১ হাজার ১৬১ পাতার এই তালিকায় নাম রয়েছে ২০ হাজার চাকরিপ্রার্থীর। বস্তুত, ১৪ই সেপ্টেম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েই পরের পর্যায়ে পৌঁছেছেন এই ২০ হাজার চাকরিপ্রার্থী। এবার পালা সাক্ষাৎকার পর্বের।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande