
কলকাতা, ১৫ নভেম্বর, (হি.স.): “বিহারের মহিলারা এনডিএ-কে ভোট দিয়েছেন, এবং আগামী পশ্চিমবঙ্গ নির্বাচনে বাংলার মহিলারাও বিজেপিকে ভোট দিয়ে এই অত্যাচারী ও দুর্নীতিগ্রস্ত শাসনের অবসান ঘটাবেন।” শনিবার বিজেপি পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জী সাংবাদিকদের উদ্দেশে এই বক্তব্য রাখেন।
তিনি বলেন, “যদি কারও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ থাকে, তবে তারা ধর্ষণ ও খুন করেও আইনের হাত এড়িয়ে যেতে পারে।” তিনি আরও বলেন, “কেবল কাকদ্বীপ নয়—সম্প্রতি দুর্গাপুরে ৪–৫ জন মুসলিম যুবকের হাতে এক তরুণীর গণধর্ষণ, কসবা ল’ কলেজে তৃণমূল-ঘনিষ্ঠ ছাত্রদের হাতে ইউনিয়ন রুমে এক ছাত্রীকে ধর্ষণ, আর জি কর মেডিক্যাল কলেজ এবং সন্দেশখালির নারকীয় ঘটনা—সবই প্রমাণ করে রাজ্যে মহিলাদের নিরাপত্তা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।”
তিনি বলেন, “মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ১০০০ থেকে ১২০০ এবং পরে ১৫০০ টাকা পর্যন্ত বাড়ালেও, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ। অপরাধীদের বেশিরভাগের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ আছে।
যেমন মনোজিত মিশ্র, যার ছবি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে পাওয়া গেছে। কসবার ঘটনায় এফআইআর তুলে নিতে ভুক্তভোগীকে বারবার হুমকি দেওয়া হয়েছে। দুর্গাপুরে ভুক্তভোগীর পরিবারকে তাদের মেয়েকে ওড়িশায় ফিরিয়ে নিতে বাধ্য করা হয়েছে।”
তিনি বলেন, “পশ্চিমবঙ্গ মা দুর্গা ও মা কালীর ভূমি। কিন্তু কাকদ্বীপ থেকে কামদুনি থেকে কসবা—প্রতিটি ঘটনায় মুখ্যমন্ত্রী মহিলাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত