
পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর (হি.স.): গড়বেতা থানা এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে শনিবার ফাস্ট-ট্র্যাক আদালত এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আদালত ১৫,০০০ টাকা জরিমানাও করেছে। জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড হবে।
আদালত সূত্রে জানা গেছে, ঘটনাটি ২০২১ সালের ডিসেম্বরে ঘটে। নিহত অনিমেষ লাহবারের বয়স সাত বছর এবং সে গাদবেতা এলাকায় তার বন্ধুদের সাথে খেলছিল। ইতিমধ্যে, স্বদেশ লাহবার নামে এক যুবক সাইকেলে করে শিশুটিকে নিয়ে যায়। শিশুটি আর বাড়ি ফিরে আসেনি। ব্যাপক তল্লাশির পর, পরিবার গড়বেতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
তদন্ত চলাকালীন, ডাক্তার এবং পুলিশ অফিসার সহ মোট ১৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, শিশুটির তিন বন্ধুও আদালতে সাক্ষ্য দিয়েছেন, যা পুরো ঘটনা স্পষ্ট করে তুলেছে।
শুক্রবার, আদালত স্বদেশ লাহবরকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেছে। শনিবার, ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি