বাংলা থেকে আটক ডাক্তারকে ছেড়ে দিল এনআইএ, মুখে কুলুপ আঁটার নির্দেশ
উত্তর দিনাজপুর, ১৫ নভেম্বর, (হি.স.): দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গ থেকে আটক করা হয়েছিল এক ডাক্তারকে। শুক্রবার সকালে তাঁকে আটক করেছিলেন এনআইএ-এর তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের পরে শনিবার বিকেলে ওই চিকিৎসককে ছেড়ে দেওয়া হয়েছে। উত্তর দিনাজপু
বাংলা থেকে আটক ডাক্তারকে ছেড়ে দিল এনআইএ, মুখে কুলুপ আঁটার নির্দেশ


উত্তর দিনাজপুর, ১৫ নভেম্বর, (হি.স.): দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গ থেকে আটক করা হয়েছিল এক ডাক্তারকে। শুক্রবার সকালে তাঁকে আটক করেছিলেন এনআইএ-এর তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের পরে শনিবার বিকেলে ওই চিকিৎসককে ছেড়ে দেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুরের ডালখোলা থানার কোনাল গ্রামের ওই চিকিৎসকের নাম জান নিসার আলম। শনিবার বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

পরিবারের বক্তব্য, কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে এনআইএ অফিসারেরা নিসারের বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন। দিল্লি বিস্ফোরণের সঙ্গে কোনও যোগসূত্র না পাওয়ায় নিসারকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পরিবারের দাবি।

ঘরের ছেলেকে ছেড়ে দেওয়ায় নিশ্চিন্ত পরিবার। পরিবারের তরফে জানানো হয়েছে, এনআইএ তদন্তকারীরা আপাতত নিসারকে কারও সামনে মুখ না খুলতে বলেছেন। কোনও রকম সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত না থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande