“এত ঋণ নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে অত টাকা বাড়ানো সম্ভব নয়“, দাবি সুকান্তর
মালদা, ১৫ নভেম্বর, (হি.স.): “প্রত্যেকের মাথার উপর এখন ৭০ হাজার টাকা করে ঋণ রয়েছে ৷ এত ঋণ নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে অত টাকা বাড়ানো সম্ভব নয়৷ তবে কিছু টাকা বাড়ানো হবে৷ শনিবার মালদায় এই মন্তব্য করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা দলের প্রাক্তন রাজ্য সভাপত
সুকান্ত মজুমদার


মালদা, ১৫ নভেম্বর, (হি.স.): “প্রত্যেকের মাথার উপর এখন ৭০ হাজার টাকা করে ঋণ রয়েছে ৷ এত ঋণ নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে অত টাকা বাড়ানো সম্ভব নয়৷ তবে কিছু টাকা বাড়ানো হবে৷ শনিবার মালদায় এই মন্তব্য করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷

তিনি বলেন, বাংলার মা-বোনদের আমরা আশ্বস্ত করছি। বিজেপির ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অর্থ সচিবকে বলেছেন, তিনি লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে বাড়াতে চান৷ আমার কাছে খবর, রাজ্যের আর্থিক স্বাস্থ্য ভালো নেই৷ ২০২৫ সালে প্রায় আট লাখ কোটি টাকা ঋণ হয়ে যাবে।

তাঁর কথায়, বিজেপির একজন সাধারণ কর্মী হিসাবে আমি রাজ্যের মহিলাদের আশ্বস্ত করছি, ৫০ টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে, আমরা তার থেকে বেশি অন্নপূর্ণা ভাণ্ডারে দেব। শুধু তাই নয়, লক্ষ্মীর সঙ্গে আমরা নারায়ণদের জন্যও ব্যবস্থা করব।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande