
কোডারমা, ১৫ নভেম্বর (হি.স.) : শিক্ষামূলক সফরে যাওয়ার সময় ঝাড়খণ্ডের কোডারমা উপত্যকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি স্কুল বাস । শনিবার এই দুর্ঘটনায় আহতএ কাধিক ছাত্রী।
ঝাড়খণ্ডের জওহর নবোদয় বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ৭৫ জন শিক্ষার্থী শনিবার সকালে রাজগিরের দিকে যাচ্ছিল।বিদ্যালয়ের অধ্যক্ষ অমিতাভ কুমার জানান, বাসটি উপত্যকার নবম মাইলের কাছে একটি ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের পেছনের অংশে ধাক্কা খেয়ে সড়কের ধারে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ আহত বহু শিক্ষার্থী ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্রীদের হাসপাতালে পাঠায়। চিকিৎসা চলছে। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণে শিক্ষামূলক সফর বাতিল করা হয়েছে এবং সকল শিক্ষার্থীকে নিরাপদে বিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়েছে।আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন সোনালি কুমারী, খুশি কুমারী, খুশবু কুমারী, আরাধ্যা দত্ত, আংশু কুমারী, প্রীতি কুমারী, আশা কুমারী, গুদিয়া কুমারী, গায়ত্রী কুমারী, মুসকান কুমারী, মনিকা কুমারী, সানিয়া পারভীন, মাহি কুমারী, প্রেমা কুমারী, বাস চালক ও সহকারী চালক আহতদের তালিকায় রয়েছেন। জেলা ডেপুটি কমিশনার ঋতুরাজ এবং কোডারমা বিধায়ক ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের দ্রুত ও সঠিক চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য