চা শ্রমিক ও জনজাতি উন্নয়নে সরকারের অগ্রাধিকার : মন্ত্রী টিংকু রায়
কৈলাসহর (ত্রিপুরা), ১৫ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা সরকার জাতি-জনজাতি সহ সমাজের প্রতিটি স্তরের মানুষের সামাজিক ও আর্থিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করছে। শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার রাংরুং টি হাইস্কুল প্রাঙ্গণে ভগবান বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী
মন্ত্রী টিংকু রায়


কৈলাসহর (ত্রিপুরা), ১৫ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা সরকার জাতি-জনজাতি সহ সমাজের প্রতিটি স্তরের মানুষের সামাজিক ও আর্থিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করছে। শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার রাংরুং টি হাইস্কুল প্রাঙ্গণে ভগবান বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী ও রাজ্যভিত্তিক ঝুমুর ও চা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পূর্বকাল থেকে ত্রিপুরায় বসবাসকারী চা শ্রমিকরা বহুদিন ধরে জমি, রেশন কার্ড ও বাসস্থানের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। পূর্বতন সরকার তাদের জমির অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলেও বর্তমান সরকার তাঁদের জমির পাট্টা, রেশন কার্ড ও আবাসন সুবিধা দিয়েছে।

তিনি দাবি করেন, প্রতিশ্রুতির রাজনীতি নয়, মানুষের কল্যাণে বাস্তব কাজ করাই বর্তমান সরকারের লক্ষ্য। আত্মনির্ভর ত্রিপুরার উদ্দেশ্য পূরণে বিভিন্ন প্রকল্প কার্যকর করা হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ভগবান বিরসা মুণ্ডার জীবন, সংগ্রাম ও আদর্শ নিয়েও আলোচনা করেন মন্ত্রী।

অনুষ্ঠানে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, জনজাতি উন্নয়নে সরকার সুপরিকল্পিত ও বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে, যা তাদের সামাজিক ও আর্থিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিকশিত ভারত গড়তে হলে সমাজের প্রতিটি স্তরের মানুষের উন্নয়ন জরুরি—এই লক্ষ্যেই সরকার নিরন্তর কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande