
বসিরহাট, ১৭ নভেম্বর (হি.স.): সোমবার শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে ঐতিহাসিক রায়দান প্রক্রিয়া হতে চলেছে। এরমাঝেই তৎপরতা বেড়েছে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। সেসব জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রায়দান ঘিরে পরিস্থিতি উত্তাল হলে আওয়ামী লীগের নেতা ও কর্মীরা বিপুল পরিমাণে ভারতে প্রবেশ করতে পারেন বলে আশঙ্কা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বসিরহাটের ইছামতি সেতু, স্বরূপনগরের তেঁতুলিয়া ব্রিজ, হাসনাবাদের বনবিবির সেতু, হেমনগরের নবদুর্গা মোড়, বাদুড়িয়া শায়েস্তানগরে চলছে জোর কদমে নাকা তল্লাশি।
সীমান্ত থেকে ভারতের মূল ভূখণ্ডের দিকে প্রবেশ করা সমস্ত গাড়িকেই নজরে রাখছে সীমান্তরক্ষী বাহিনী ও বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা। বাস, অটো ও টোটো-সহ সব ছোট-বড় যাত্রিবাহী গাড়ি, পণ্যবাহী লরি এমনকি বাইক পর্যন্ত দাঁড় করিয়ে জোর কদমে নাকা চেকিং এর কাজ চলছে। একদিকে গত সপ্তাহে দিল্লি ও কাশ্মীরে নাশকতা অন্যদিকে সোমবার বাংলাদেশের আদালতের রায়দান পরবর্তী পরিস্থিতি যথেষ্টই চিন্তায় রেখেছে পুলিশ-প্রশাসনকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ