
ফ্রেজারগঞ্জ, ১৭ নভেম্বর (হি. স.) : বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ফের আটক করা হল আরও একটি বাংলাদেশি ট্রলার। এবারের ট্রলারের নাম ‘এফবি মায়ের দোয়া’। সংশ্লিষ্ট ট্রলারটিতে ২৬ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গিয়েছে।
রবিবার বিকেলে উপকূল রক্ষী বাহিনীর টহলদারি জাহাজ বাংলাদেশি ট্রলারটিকে আটক করে। তারপর রাতে আটক ট্রলার সহ মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসা হয়। সেখানে তাঁদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী। ধৃতদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সোমবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে।
উল্লেখ্য, একইরকমভাবে শনিবার গভীর রাতে একটি ট্রলার সহ ২৯ জন বাংলাদেশিকে আটক করেছিল উপকূলরক্ষী বাহিনী। কিন্তু চব্বিশ ঘণ্টা কাটার আগেই আবারও ট্রলার সহ বাংলাদেশি ধরা পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক জলসীমায়।
পুলিশ জানিয়েছে, ট্রলারগুলোর নৌ-রুট, যন্ত্রপাতি এবং নেভিগেশন সিস্টেমও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে জলপথে অনুপ্রবেশ আটকাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানার নিরাপত্তা আরও কয়েকগুণ বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।
হিন্দুস্থান সমাচার / সোনালি