বাতাস ‘গুরুতর’ রাজধানীতে, ৪০০-র পার দিল্লির একিউআই
নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): ঘন কুয়াশায় ঢেকেছে রাজধানীর রাজপথ। সোমবার সকালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর তরফে দিল্লির বাতাসের সার্বিক গুণগত মান (এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই) রেকর্ড করা হয়েছে। সেখানে বাওয়ানা–য় একিউআই ৪২৭, যা ‘গুরুতর’ প
দিল্লির বাতাস


নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): ঘন কুয়াশায় ঢেকেছে রাজধানীর রাজপথ। সোমবার সকালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর তরফে দিল্লির বাতাসের সার্বিক গুণগত মান (এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই) রেকর্ড করা হয়েছে। সেখানে বাওয়ানা–য় একিউআই ৪২৭, যা ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এর ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনের উপরে। গত সপ্তাহেই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান-৩ কার্যকর রয়েছে রাজধানীতে। কিন্তু তার পরেও দিল্লির বাতাসের গুণমানের উন্নতি না হওয়ায় ক্রমশ বাড়ছে উদ্বেগ। এ দিন দিল্লির একাধিক এলাকা বিষাক্ত ধোঁয়ার ঘন আস্তরণে ঠেকে যা। ইন্ডিয়া গেট এবং কর্তব্য পথ-সহ একাধিক এলাকা ধোঁয়াশায় ঢেকে যায়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর তথ্য অনুযায়ী, দিল্লির কর্তব্য পথ এলাকার একিউআই ৩৪১। এ ছাড়াও, চাঁদনি চক ৩৮৩, আর কে পুরম ৩৬৬, আইটিও ৩৯৪, পাঞ্জাবি বাগ ৩৮৪, পাটিয়ারগঞ্জ ৩৬৯, পুসা ৩৬৫ এবং আনন্দ বিহারে ৩৮৩ একিউআই পরিমাপ করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে 'ভালো', ৫১-১০০ একিউআই-কে 'সন্তোষজনক' হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে 'মাঝারি' গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে 'খারাপ' বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে 'গুরুতর' বলে বিবেচনা করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande