
কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.): তাঁরা কেউ কেউ লিখিত পরীক্ষার ৬০ নম্বরের মধ্যে ৬০ নম্বরই পেয়েছেন। কেউ পেয়েছেন ৫৯। তা সত্ত্বেও তাঁদের নাম ইন্টারভিউ তালিকায় আসেনি। ইন্টারভিউতে নাম তোলার জন্য আর কত নম্বর পেতে হবে, এই প্রশ্ন জানতে সোমবার বিকাশ ভবন অভিযান করছেন এসএসসি–র নতুন প্রার্থীরা। এদিন তাঁরা করুণাময়ীতে প্রথমে বিক্ষোভ দেখান। এখান থেকে তাঁদের বিকাশ ভবন যাওয়ার কথা।
বিক্ষোভকারীদের দাবি, অভিজ্ঞ শিক্ষকদের যে ১০ নম্বর দেওয়া হয়েছে, সেই ১০ নম্বর অবিলম্বে বাতিল করতে হবে। সেই সঙ্গে তাঁদের দাবি, শূন্যপদ বাড়াতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ করতে হবে। প্রার্থীদের বক্তব্য, যাঁরা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, তাঁদের সঙ্গে বহু বছরের অভিজ্ঞ প্রার্থীদের একই তালিকায় ফেলে ‘অতিরিক্ত নম্বর’ দেওয়া সম্পূর্ণ অন্যায়। ফলে ‘অসাম্য’ তৈরি হয়েছে কাট-অফের হিসেবেই। তাঁদের প্রশ্ন ৬০-এ ৬০ পেয়ে যদি সুযোগ না-ই পাওয়া যায়, তাহলে আরও কত নম্বর পেলে ইন্টারভিউ তালিকায় নাম ওঠে?
যদিও এসএসসি কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশ্ন উঠছে, ফুল মার্কস পেয়ে কেউ যদি ইন্টারভিউয়ের দোরগোড়ায় পৌঁছতে না পারে, সেই নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা কোথায়?
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ