
ধর্মনগর (ত্রিপুরা), ১৭ নভেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার শ্রীপুর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭৮ বছরের অরুণ দত্ত। রবিবার রাতে মুদির দোকানে যাওয়ার পথে ন্যাশনাল হাইওয়েতে দ্রুতগতির একটি নম্বরবিহীন বাইক তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসকরা জানান, মাথায় আঘাতজনিত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার করার প্রস্তুতি চললেও কিছুক্ষণের মধ্যেই অরুণ দত্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুর্ঘটনায় আহত বাইক চালক অপূর্ব নাথ (২৫)-এর পা ভেঙে যায় এবং তাঁকেও উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে।
জানা গেছে, ঘাতক বাইকটির নম্বরপ্লেট ও বৈধ ইন্সুরেন্স কোনটাই ছিল না। পুলিশ বাইকটি জব্দ করেছে। এখনও পর্যন্ত থানায় কোনও মামলা দায়ের করা না হলেও পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলা গ্রহণ করেছে। পরিবার-পরিজন সূত্রে খবর, মৃত অরুণ দত্ত এবং বাইক আরোহীর মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকায় বিষয়টি আপস-মীমাংসার পথে নিষ্পত্তির আলোচনা চলছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ