এসআইআর-এর মতো ‘অপরিকল্পিত অভিযান’ ‘অবিলম্বে বন্ধ করার’ আহ্বান মমতার
কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.): “আমি গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। আজ আবারও, আমরা জলপাইগুড়ির মালে একজন বুথ লেভেল অফিসারকে হারিয়েছি”। বিএলও-র অস্বাভাবিক মৃত্যুর জেরে এসআইআর-কে দায়ী করে বুধবার “অবিলম্বে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করার আহ্বান” জানালেন মু
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.): “আমি গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। আজ আবারও, আমরা জলপাইগুড়ির মালে একজন বুথ লেভেল অফিসারকে হারিয়েছি”। বিএলও-র অস্বাভাবিক মৃত্যুর জেরে এসআইআর-কে দায়ী করে বুধবার “অবিলম্বে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করার আহ্বান” জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি এক্সবার্তায় লিখেছেন, “আদিবাসী মহিলা ও অঙ্গনওয়াড়ি কর্মী শ্রীমতি শান্তি মুনি এক্কা চলমান এসআইআর কাজের অসহনীয় চাপের মুখে আত্মহত্যা করেছেন। এসআইআর শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ২৮ জন প্রাণ হারিয়েছেন — কেউ ভয় এবং অনিশ্চয়তার কারণে, আবার কেউ মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের চাপের কারণে।

তথাকথিত নির্বাচন কমিশন আরোপিত অপরিকল্পিত, নিরলস কাজের চাপের জন্য এত মূল্যবান জীবন হারিয়ে যাচ্ছে। আগে যে প্রক্রিয়ায় ৩ বছর সময় লাগত, এখন নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য ২ মাস সময় বেঁধে দেওয়া হচ্ছে।

বিএলও-দের উপর অমানবিক চাপ প্রয়োগ করা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বিবেক দিয়ে কাজ করার এবং আরও প্রাণহানির আগে অবিলম্বে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande