
কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.): “কিংবদন্তি সঙ্গীত পরিচালক, গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষের শুভ সূচনায় তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা।” বুধবার এভাবে সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “তাঁর সৃষ্ট প্রতিটি গান, সুর, আর কথা আজও আমাদের প্রাণে এক নতুন স্পন্দন জাগিয়ে তোলে। তাঁর অমর সৃষ্টিকে সম্মান জানিয়ে এবারের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আমরা তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছি।”
প্রসঙ্গত, সলিল চৌধুরী (১৯ নভেম্বর ১৯২৫ – ৫ সেপ্টেম্বর ১৯৯৫) ছিলেন সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার। তিনি মূলত বাংলা, হিন্দি, এবং মালয়ালম চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা হিসেবে এবং গণসংগীতের প্রণেতা হিসেবে তিনি একজন স্মরণীয় বাঙালি। ফিল্মফেয়ার সেরা সঙ্গীত পরিচালক, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রভৃতি নানা স্বীকৃতি পেয়েছিলেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত