
হাওড়া, ১৯ নভেম্বর (হি.স.): বুধবার সকাল থেকে ব্যাপক যানজটের মুখোমুখি হলো হাওড়ার একটা বড় অংশ। গ্রামীণ হাওড়ায় মুম্বই রোডের কলকাতামুখী লেনে ব্যাপক যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ থেকে অফিসযাত্রী ও নিত্যযাত্রীরা সকলেই। পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, কলকাতার খিদিরপুরে একটি অনুষ্ঠান চলছে। সে জন্য মঙ্গলবার সন্ধ্যা থেকেই মুম্বই রোডের ওই লেনে মালবাহী গাড়ি প্রবেশ নিষেধ ছিল। 'নো এন্ট্রি' থাকার ফলে থমকে ছিল গাড়ি। সেই কারণে মঙ্গলবার গভীর রাতে যানজট হয়। বুধবার সকাল ৬টায় 'নো এন্ট্রি' উঠতেই অজস্র গাড়ি কলকাতার দিকে চলতে শুরু করে। তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায়।
এই যানজটের ফলে অসুবিধার সম্মুখীন হয় স্কুল পড়ুয়ারাও। পাঁচলা মোড় থেকে কোনা মোড় পর্যন্ত যানজট লক্ষ্য করা যায়। স্কুল পড়ুয়াদের যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয়, কিছু স্কুল এদিন তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে অভিভাবকদের তরফে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ