শিবপুরের অভিজাত আবাসনে মহিলাকে লক্ষ্য করে চলল গুলি
হাওড়া, ১৯ নভেম্বর (হি.স.): এক মহিলাকে গুলির ঘটনা ঘটেছে শিবপুরের অভিজাত আবাসনে। আক্রান্ত ওই মহিলার নাম পুণম সাউ। তাঁকে উদ্ধার করে কলকাতার হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার রাতে শিবপুর থানা এলাকায় অবস্থিত আইডিয়াল গ্র্যান্ড আবা
শিবপুরের অভিজাত আবাসনে মহিলাকে লক্ষ্য করে চলল গুলি


হাওড়া, ১৯ নভেম্বর (হি.স.): এক মহিলাকে গুলির ঘটনা ঘটেছে শিবপুরের অভিজাত আবাসনে। আক্রান্ত ওই মহিলার নাম পুণম সাউ। তাঁকে উদ্ধার করে কলকাতার হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে শিবপুর থানা এলাকায় অবস্থিত আইডিয়াল গ্র্যান্ড আবাসনের ওই ফ্ল্যাট থেকে প্রথমে দুমদাম শব্দ শোনা যায়। প্রথমে কেউ বুঝতে না পারলেও পরে গুলির শব্দ স্পষ্ট হয়। তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা উপরে গিয়ে দেখেন, পুনম যাদব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। গলায় আটকে গুলি। তাঁকে তড়িঘড়ি প্রথমে হাওড়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্বামী গোপাল যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গোপালের ব্যক্তিগত পিস্তল থেকেই গুলি ছোঁড়া হয়। পিস্তলটি বৈধ লাইসেন্সযুক্ত কি না, তা খতিয়ে দেখছে শিবপুর থানার তদন্তকারীরা। ঘটনার পর থেকে গোপালকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। চিকিৎসকদের বক্তব্য, মহিলার অবস্থা আশঙ্কাজনক। শিবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande