চাকরি দেওয়ার নাম করে ভারতে ঢুকিয়ে উধাও দালাল, পুলিশ হেফাজতে অসহায় দম্পতি
নদিয়া, ১৯ নভেম্বর (হি.স.): তিন বছরের শিশুকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল এক দম্পতি। তাঁরা সীমান্ত পেরোনো ও কাজ পাইয়ে দেওয়ার জন্য দালালকে ২০ হাজার টাকা দিয়েছিলেন। অভিযোগ, এপারে এনে দম্পতিকে নদীর ধারে বসিয়ে রেখে টাকা নিয়ে চম্পট দেয় ওই দালাল।
চাকরি দেওয়ার নাম করে ভারতে ঢুকিয়ে উধাও দালাল, পুলিশ হেফাজতে অসহায় দম্পতি


নদিয়া, ১৯ নভেম্বর (হি.স.): তিন বছরের শিশুকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল এক দম্পতি। তাঁরা সীমান্ত পেরোনো ও কাজ পাইয়ে দেওয়ার জন্য দালালকে ২০ হাজার টাকা দিয়েছিলেন। অভিযোগ, এপারে এনে দম্পতিকে নদীর ধারে বসিয়ে রেখে টাকা নিয়ে চম্পট দেয় ওই দালাল।

ওই দম্পতির নাম রমজান খান ও রুমানা খাতুন। মঙ্গলবার তাঁদের তেহট্ট ছিন্নমস্তা মন্দির এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। তেহট্ট থানায় যাওয়ার চেষ্টা করছিল বলে খবর। জেরার মুখে তাঁরা জানান, বাংলাদেশে কাজ করে সংসার চালাতে পাচ্ছিল না দম্পতি! কোনও এক দালাল জানিয়েছিল সীমান্ত পেরিয়ে ভারতে গেলে কাজ পাওয়া যাবে! শুধু তাই নয়, এপারে গাড়ির চালকের কাজ পাইয়ে দেওয়া হবে সংসারের কর্তাকে!

বিপদ বুঝে বাড়ি ফেরার জন্য নদিয়ার তেহট্টের সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল ওই পরিবার। পরে ওই পরিবারকে আটক করে পুলিশ। ওই দম্পতি বাংলাদেশে ফিরে যেতে চান। তাই বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। বিএসএফের মাধ্যমে ফেরৎ পাঠানো যায় কিনা আলোচনার চেষ্টা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande