
আখনুর, ২০ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের আখনুরে গাড়ি ও স্কুটির সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, বুধবার গভীর রাতে জম্মু-আখনুর বাইপাসের গুড়হা পট্টন মোড়ের কাছে। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম অশোক কুমার (৬০) এবং তারসেম লাল (৪২)। তাঁরা উভয়েই গুড়হা পট্টনের বাসিন্দা। তাঁরা বুধবার গভীর রাতে থাথি ঘরোটা থেকে তাঁদের গ্রামে যাচ্ছিলেন। ঠিক তখনই জম্মু থেকে আখনুরের দিকে যাওয়া একটি গাড়ি দ্রুতগতিতে স্কুটারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনায় তাঁরা গুরুতর ভাবে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, গাড়ি চালক ঘটনাস্থল থেকে পলাতক। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন