
দেহরাদূন , ২০ নভেম্বর (হি .স.): উত্তরাখণ্ডের চামোলি জেলায় পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে । গুরুতর আহত একাধিক । ঘটনাটি ঘটেছে ,বুধবার গভীর রাতে জ্যোতির্মথ উন্নয়ন এলাকার হিলং উরগাম মোটর রোডের সালনার কাছে। জানা গেছে , গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যার জেরে দুর্ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম কানহাইয়া সিং (২০) এবং ধ্রুব (৩২)। আহতদের নাম কমলেশ সিং, মুরালি সিং-এর ছেলে, মিলন, মনোহর সিং-এর ছেলে এবং পুরান সিং (৫৫)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। গাড়িটি বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন