
শিমলা, ২০ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলায় মাদক বিরোধী অভিযানে বড়ো সাফল্য পেয়েছে পুুলিশ । ঘটনাটি ঘটেছে , নিউ শিমলা থানার অন্তর্গত এলাকায় । মাদক সহ এক যুবক গ্রেফতার হয়েছে । ধৃতের কাছ থেকে ৪৩.৩৫ গ্রাম মাদক( গাঁজা ) উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে , ধৃত যুবকের নাম মনোহর লাল । যুবক নবগাঁও তহসিল আরকি জেলার সোলান-এর বাসিন্দা । বুধবার সন্ধ্যায় কাইচি মোড, মধুবন এবং লোয়ার খালিনিতে একটি পুলিশ দল টহল দিচ্ছিল । যুবকের উপর সন্দেহ হওয়ায় পুলিশ যুবককে তল্লাশি করে । তল্লাশির সময় ৪৩.৩৫ গ্রাম মাদক (গাঁজা )উদ্ধার হয় । মামলা দায়ের করেছে পুলিশ । তদন্ত শুরু করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন