ত্রিপুরায় রেললাইনে মিনি ট্রাক ও ট্রেনে সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু ৩ জনের
আমবাসা (ত্রিপুরা), ২০ নভেম্বর (হি.স.) : ধলাই জেলার আমবাসা-মানু রেল সেকশনে একটি অনুমোদনহীন লেভেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় মিনি ট্রাক চালকসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে যখন ডিএন ১৫৬৬৩ আগরতলা-শিলচর এক্সপ্রেস সেই এলাকা দিয়ে অতি
রেলে কাটা পড়ে মৃত্যু


আমবাসা (ত্রিপুরা), ২০ নভেম্বর (হি.স.) : ধলাই জেলার আমবাসা-মানু রেল সেকশনে একটি অনুমোদনহীন লেভেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় মিনি ট্রাক চালকসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে যখন ডিএন ১৫৬৬৩ আগরতলা-শিলচর এক্সপ্রেস সেই এলাকা দিয়ে অতিক্রম করছিল। হঠাৎ একটি ম্যাজিক মিনি ট্রাক ট্র্যাকে ঢুকে পড়লে ইঞ্জিনের সাথে জোরালো সংঘর্ষ হয়।

সরকারি রেলওয়ে পুলিশ সুপার কিশোর দেববর্মা জানান, ট্রাকের চালক এবং দুই সহকারী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর রেলওয়ে ও স্থানীয় প্রশাসনের দল দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত গাড়িটি দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে ট্র্যাক থেকে সরিয়ে নেওয়া হয় এবং মাত্র চার মিনিট পর, দুপুর ১টা ৩৪ মিনিটে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি একটি অনুমোদনহীন রেল ক্রসিং, যা নিরাপত্তার স্বার্থে একাধিকবার বন্ধ করার চেষ্টা করা হলেও স্থানীয়দের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। শেষবার ৫ অক্টোবর, ২০২৫ তারিখে আগরতলার কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে ক্রসিং বন্ধের উদ্যোগ নিলেও সফল হননি।

রেলওয়ে পুলিশ সুপার কিশোর দেববর্মা জানান, নিহতদের চরম অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, “আগের অনুরূপ ঘটনার পর বিপদের সংকেত দেওয়ার জন্য পিলার স্থাপন করা হয়েছিল। কিন্তু কোনও ধরনের অনুমতি ছাড়াই তারা ট্র্যাকে প্রবেশ করে।” প্রাথমিক তদন্তে জানা গেছে, মিনি ট্রাকটি ওএনজিসি-এর কাজের জন্য ওই এলাকায় পরিবহনের কাজে ভাড়া করা হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande