
সুরাট, ২০ নভেম্বর (হি.স.) : দিল্লি–মুম্বই এক্সপ্রেসওয়েতে আবারও বড় দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত আরও দু’জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে থাকা চার জনই সুরাটের বাসিন্দা। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে দু’জন ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, এর ঠিক একদিন আগে বুধবার একই এক্সপ্রেসওয়েতে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দ্রুতগতির একটি গাড়ি পাঁচ শ্রমিকের উপর উঠে গেলে দু’জন শ্রমিকের মৃত্যু হয়। টানা দুই দিনে চার জনের মৃত্যুতে এক্সপ্রেসওয়ের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। গতি নিয়ন্ত্রণ, নজরদারি ও ট্র্যাফিক নিয়ন্ত্রণ–এ আরও কঠোরতা জরুরি বলে দাবি উঠেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য