
শ্রীভূমি (অসম), ২০ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার সমস্ত কৃষকদের উত্তরপূর্ব এবং হিমালয়ান রাজ্যগুলির জন্য উদ্যান শস্য পালন মিশন প্রকল্পে (এইচএমএনইএইচ) ২০২৫-২৬-এর অধীনে সরকারি সহায়তা প্রকল্পের আবেদন আহ্বান করেছেন শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক।
এক বিজ্ঞপ্তি জারি করে এই আহ্বান করে শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক জানান, এতে মাশরুম উৎপাদন ইউনিট, মাশরুম প্রক্রিয়াকরণ ইউনিট, সৌরশক্তি ঠাণ্ডা ঘর ও খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট - এই চারটি সরকারি সহায়তা প্রকল্পের জন্য আবেদন করার সুবিধা রয়েছে। তাই জেলার ইচ্ছুক কৃষকদের নিজ নিজ অঞ্চলের কৃষি উন্নয়ন আধিকারিকের মাধ্যমে আগামী ২৮ নভেম্বরের মধ্যে শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস