
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অপরাধে ফের বাংলাদেশি ২৮ জন মৎস্যজীবীকে ট্রলার সহ নামখানা'তে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, প্রথম দফায় ফ্রেজারগঞ্জে গত সোমবার ২৪ জনের পর এবার দ্বিতীয় দফায় নামখানাতে ২৮ জন। বুধবার রাতে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগেই ২৮ জন মৎস্যজীবী সহ 'নাফিসা' - নামে এক বাংলাদেশী ট্রলারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁদের নিয়ে আসার কথা নামখানার নারায়নপুর মৎস্যবন্দরে। এ দিনেই তাদেরকে কাকদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের উপস্থিতিতে তাদের হাতে তুলে দেওয়া হতে চলেছে। শুক্রবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, গত কয়েক দিনের ফারাকে এ পর্যন্ত মোট ১৩৮ জন বাংলাদেশী মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি পাঁচটি ট্রলারও আটক করা হয়। এই প্রসঙ্গে আরো উল্লেখযোগ্য বিষয় হল - আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিচারে ও এই মুহূর্তে সেখানে যে পরিস্থিতি তাতে করে ভারত - বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে নিরাপত্তা সুনিশ্চিত করার সঙ্গেই তা আরও জোরদার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত