
বাজারিছড়া (অসম), ২০ নভেম্বর (হি.স.) : শীত–মরশুমের শুরুতে ভিডিপি কর্মীদের মধ্যে কম্বল বিতরণ করেছেন বাজারিছড়া পুলিশ থানা কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার থানার সভাগৃহে এ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শ্রীভূমির সদর অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কলিতা। অনুষ্ঠিত সভায় বাজারিছড়া থানার অধীনস্ত ৫২টি কর্তব্যরত ভিডিপি গ্রুপের মধ্যে উপস্থিত ৪১টি গ্রুপের পদাধিকারীর হাতে গ্রুপ প্রতি চারটে করে বিনামূল্যে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।
সভায় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কাঁঠালতলি দুবাগ বালিরবন্দ ভিডিপি দলের নায়ক আবুল হোসেন বলেন, চলতি শীতের মরশুমে রাতে নিজের এলাকায় প্রহরীদের জন্য সরকারিভাবে এই কম্বল দেওয়া হয়েছে, যাতে প্রতি রাতে চারজন করে প্রহরীকে প্রহরা দিতে গিয়ে শীতে কষ্ট করতে না হয়।
এদিকে কম্বল পেয়ে ভিডিপি কর্মীরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এজন্য তাঁরা শ্রীভূমির সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। আজকের সভায় বাজারিছড়া থানার ওসি আনন্দ মেধি, এসআই প্রভাকর চৌধুরী, এসআই ইমদাদুর হক সহ অন্যান্য পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস