ঝাড়গ্রামে শিশু অধিকার সপ্তাহের সমাপ্তি, শিশু-বান্ধব কর্নার উদ্বোধন জেলা শাসকের
ঝাড়গ্রাম, ২০ নভেম্বর (হি.স.) : শিশু অধিকার সপ্তাহের শেষ দিনটি পালিত হল নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতরের উদ্যোগে। উপলক্ষ্যে বৃহস্পতিবার জেলা শাসকের দফতরের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হল একটি শিশু-বান্ধব কর্নারের, যার উদ্বোধন করেন জেলা শাসক আক
ঝাড়গ্রামে শিশু অধিকার সপ্তাহের সমাপ্তি, শিশু-বান্ধব কর্নার উদ্বোধন জেলা শাসকের


ঝাড়গ্রাম, ২০ নভেম্বর (হি.স.) : শিশু অধিকার সপ্তাহের শেষ দিনটি পালিত হল নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতরের উদ্যোগে। উপলক্ষ্যে বৃহস্পতিবার জেলা শাসকের দফতরের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হল একটি শিশু-বান্ধব কর্নারের, যার উদ্বোধন করেন জেলা শাসক আকাঙ্খা ভাস্কর।

জেলা শাসকের দফতর সূত্রে জানা গেছে , বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া শিশুদের এখানে নিয়মিত কাউন্সেলিং-এর ব্যবস্থা করা হবে। শিশুদের উপযোগী পরিবেশ গড়ে তুলতে কর্নারে রাখা হয়েছে নানান খেলার সামগ্রী। শুধুমাত্র শিশু নয় অভিভাবক, বালক-বালিকা বা শিশু-অপরাধের শিকার পরিবারের সদস্যরা এখান থেকে আইনি সহায়তা, কোথায় কোন দফতরে যেতে হবে, কোন পরিষেবা কীভাবে পাওয়া যাবে এসব বিষয়ে পরামর্শ পেতে পারবেন।

দিনের কর্মসূচি শুরু হয় অফিসার্স ক্লাবের মাঠ থেকে দেড়শোর বেশি স্কুল ছাত্রছাত্রীকে নিয়ে একটি পদযাত্রার মধ্য দিয়ে, যা শেষ হয় জেলা শাসকের কার্যালয়ে। পরে অডিটোরিয়ামে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিকাশ ভারতী ও নিবেদিত কর্ম মন্দির হোমের কচিকাঁচারা অংশ নেয়। ঝাড়গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাড়ে তিন থেকে চার বছরের শিশুরা ফ্যাশন র‍্যাম্পে হেঁটে সকলকে তাক লাগিয়ে দেয়।

ঝাড়গ্রামের ডিসিপিও রাজা দাস বলেন, “শিশু অধিকার সপ্তাহের সমাপ্তি উপলক্ষে পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। উদ্বোধন হয়েছে একটি চাইল্ড ফ্রেন্ডলি কর্নারের, যেখানে কাউন্সেলিংসহ নানা সহায়তা দেওয়া হবে।” জেলা শাসক আকাঙ্খা ভাস্কর জানান, “ছোটদের সাংস্কৃতিক উপস্থাপনা অসাধারণ। ওদের প্রতিভা রয়েছে। কর্মরত বাবা-মায়ের সন্তানদের জন্য সুন্দর পরিবেশ যুক্ত একটি ক্রেশ তৈরির পরিকল্পনাও রয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande