গোয়ালপোখরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, বিক্ষোভ বাসিন্দাদের
উত্তর দিনাজপুর, ২০ নভেম্বর (হি.স.): উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহার ও ''মিথ্যা'' মামলা দায়ের করার অভিযোগে বাসিন্দাদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হল। বৃহস্পতিবার দুপুরে গোয়ালপোখর থানার সামনে বহু পুরুষ ও মহিলা এ
গোয়ালপোখরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, বিক্ষোভ বাসিন্দাদের


উত্তর দিনাজপুর, ২০ নভেম্বর (হি.স.): উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহার ও 'মিথ্যা' মামলা দায়ের করার অভিযোগে বাসিন্দাদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হল। বৃহস্পতিবার দুপুরে গোয়ালপোখর থানার সামনে বহু পুরুষ ও মহিলা এদিন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় বলে দাবি। এর পরে বাসিন্দারা থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, চেনপুরে একটি খুনের মামলায় নিহতের পরিবারের বিরুদ্ধেই পুলিশ 'মিথ্যা' মামলা করেছে। তার বিরোধিতা করে মঙ্গলবার রাতে নিহতের পরিবারের লোকেরা থানায় প্রতিবাদ করতে গেলে পুলিশ তাঁদের উপর লাঠি চালানোর পাশাপাশি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। যদিও পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande