মোবাইল কিনতে বেরিয়ে নিখোঁজ, মগরাহাটে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.): তিন বন্ধুর সঙ্গে মোবাইল কিনতে বেরিয়ে আর বাড়িতে ফিরল না। ২৪ ঘন্টা নিখোঁজ থাকার পরেই যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মগরাহাটে। পুলিশ জানায়, গত মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট
মোবাইল কিনতে বেরিয়ে নিখোঁজ, মগরাহাটে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য


কলকাতা, ২০ নভেম্বর (হি. স.): তিন বন্ধুর সঙ্গে মোবাইল কিনতে বেরিয়ে আর বাড়িতে ফিরল না। ২৪ ঘন্টা নিখোঁজ থাকার পরেই যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মগরাহাটে। পুলিশ জানায়, গত মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটের উড়াল চাঁদপুর ঘোষপাড়া এলাকায় পরদিন বুধবার এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । মৃত যুবকের নাম দীপক ভুইয়া। ঘটনায় প্রকাশ, ঘোষপাড়া এলাকায় ওই তিন বন্ধু একই বাড়িতেই থাকত। সংশ্লিষ্ট পরিবারের অভিযোগ মোবাইল কেনার জন্য - রূপচাঁদ মুদি, বাপন মুদি, রাজু মুদি ও দীপক ভুইয়া পরিচিত এই চারজন ধানপোতা এলাকায় মোবাইলের দোকানে যায়। তিনজন ফিরলেও তারপর থেকে দীপক ভূঁইয়ার কোনও খোঁজ মেলেনি। পুলিশ জানায়, অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত এলাকায় এক কচুরিপানা ভর্তি পুকুরের মধ্যে থেকেই মৃতদেহটি উদ্ধার হয়েছে। ওই খবর পেয়েই ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ আসে। এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য দীপকের সঙ্গী রূপচাঁদ মুদি ও রাজু মুদি এবং বাপন মুদিকে আটক করেছে মগরাহাট থানার পুলিশ। অন্যদিকে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande