‘উত্তরবঙ্গের মানুষের প্রতি বঞ্চনা’, বিধানসভা অধিবেশনে প্রতিবাদ জানাবে বিজেপি
শিলিগুড়ি, ২০ নভেম্বর, (হি.স.): উত্তরবঙ্গের মানুষের প্রতি বঞ্চনা এবং শিলিগুড়ির প্রতি মুখ্যমন্ত্রীর প্রতিহিংসায় আগামী শীতকালীন অধিবেশনে বিধানসভায় প্রতিবাদ জানাবে বিজেপি। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন দলের বি
শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনে


শিলিগুড়ি, ২০ নভেম্বর, (হি.স.): উত্তরবঙ্গের মানুষের প্রতি বঞ্চনা এবং শিলিগুড়ির প্রতি মুখ্যমন্ত্রীর প্রতিহিংসায় আগামী শীতকালীন অধিবেশনে বিধানসভায় প্রতিবাদ জানাবে বিজেপি। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন দলের বিধায়ক এবং রাজ্য সম্পাদক শংকর ঘোষ।

তিনি জানান, দরকার পড়লে আমরা বিধানসভায় অবস্থান করব এবং অনশন করতে বাধ্য হব। শিলিগুড়ি শহরের একজন প্রবীণ রাজনীতিবিদ প্রশাসনকে কাজে লাগিয়ে আমার উন্নয়ন তহবিলের কাজ যাতে আটকে যায় তার জন্য সব রকম চেষ্টা করেছেন তিনি।

এই প্রসঙ্গে তিনি জানান, আমি একজন নবীন নেতা হয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করছি, কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। বারবার বাধার সৃষ্টি করা হচ্ছে। শিলিগুড়ি শহরের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, ঠিকাদারদের কোটি কোটি টাকা বাকি। এমনকি বিধায়ক উন্নয়ন তহবিলের সামান্য টাকার কাজ শিলিগুড়ি শহরের মেয়র এবং ডেপুটি মেয়র হুমকি দিয়ে বন্ধ করিয়ে দিচ্ছেন।

প্রসঙ্গত তিনি উল্লেখ করেন, এলাকার মন্দির সংলগ্ন রাস্তা মেরামত করার জন্য রাজ্যসভা সাংসদ এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছ থেকে ১৫ লক্ষ টাকা অনুমোদ করিয়ে এনেছিলেন। কিন্তু সেখানে কর্পোরেশন কাজ করবে বলে সেই টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

শংকরবাবু প্রশ্ন তুলেছেন, আমি টাকা অনুমোদন করিয়ে নিয়ে আসার আগে কেন সেখানে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়নি? এরকমভাবে বারবার বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ আটকে দেওয়া হচ্ছে। আমি আশা করি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি যে প্রশ্নগুলি উত্থাপন করলাম তা শিলিগুড়ির মেয়রের কাছে পৌঁছবে এবং তিনি শিলিগুড়ির মানুষদের কাছে তার উত্তর দেবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande