
শিলিগুড়ি, ২০ নভেম্বর (হি.স.) : একটি হাতির শাবক পাল থেকে বিচ্ছিন্ন হয়ে ঢুকে পড়ে নকশালবাড়ির পাহাড়গুমিয়া চা বাগানে। যার জেরে বৃহস্পতিবার আতঙ্ক ছড়িয়ে পড়ে চা বাগানে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন বিভাগ বাগানের কাজ স্থগিত রেখেছে।
প্রাপ্ত তথ্য অনুসারে, দশটি হাতির একটি পাল টুকরিয়াঝার বন থেকে পাহাড়গুমিয়া চা বাগান হয়ে বাগডোগরা বনে যাচ্ছিল। বনে ফিরে যাওয়ার সময়, একটি শাবক আটকা পড়ে। পথহারা শাবকটি পাহাড়গুমিয়া চা বাগানের চারপাশে ঘুরে বেড়ায়। এরপর শাবকটি বাগানে ঢুকে পড়ে। যার ফলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাগডোগরা রেঞ্জ, টুকরিয়াঝার রেঞ্জ এবং ঘোষপুকুর রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। বন বিভাগ পরবর্তীতে বাগানে চা পাতা তোলা বন্ধ করে দেয়।
বন বিভাগের মতে, সন্ধ্যার পরে শাবকটিকে বনে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি