জেলার ৩২ আইসিডিএস কেন্দ্রে দু’মাস খাবার বন্ধ, সমস্যায় গর্ভবতী মা ও শিশুরা
বাঁকুড়া, ২০ নভেম্বর (হি.স.) : পাত্রসায়ের ব্লকের ৩২টি আইসিডিএস কেন্দ্রে প্রায় দু’মাস ধরে খাদ্যসামগ্রী সরবরাহ বন্ধ। অভিযোগ, ২৬ সেপ্টেম্বর থেকে চাল-ডালসহ কোনও পুষ্টিকর খাবার দেওয়া হয়নি শিশু-গর্ভবতী মায়েদের। ফলে পুষ্টিহীনতায় ভুগছেন বহু পরিবার। কৃষ্ণনগর
জেলার ৩২ আইসিডিএস কেন্দ্রে দু’মাস খাবার বন্ধ, সমস্যায় গর্ভবতী মা ও শিশুরা


বাঁকুড়া, ২০ নভেম্বর (হি.স.) : পাত্রসায়ের ব্লকের ৩২টি আইসিডিএস কেন্দ্রে প্রায় দু’মাস ধরে খাদ্যসামগ্রী সরবরাহ বন্ধ। অভিযোগ, ২৬ সেপ্টেম্বর থেকে চাল-ডালসহ কোনও পুষ্টিকর খাবার দেওয়া হয়নি শিশু-গর্ভবতী মায়েদের। ফলে পুষ্টিহীনতায় ভুগছেন বহু পরিবার। কৃষ্ণনগর মাঝপাড়া আইসিডিএস কেন্দ্র ঘিরে ক্ষোভ আরও তীব্র এই একটি কেন্দ্রেই যুক্ত রয়েছেন ১০০ শিশু, ৮ গর্ভবতী মা ও ৬ প্রসূতি, মোট ১১৪ জন।

স্থানীয়দের অভিযোগ, “দু’মাস হয়ে গেল, বাচ্চাদের মুখে এক চামচ খাবারও ওঠেনি সেন্টার থেকে। গর্ভবতী মায়েরা নিয়মিত পুষ্টি না পেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু কারও হেলদোল নেই।” আইসিডিএসের স্থানীয় সুপারভাইজার জানান, তাঁর আওতায় থাকা ৩২টি সেন্টারেই খাদ্যসামগ্রী নেই। তিনি বহুবার সরবরাহের জন্য অনুরোধ করলেও কোনও সুরাহা হয়নি। অন্যদিকে পাত্রসায়েরের সিডিপিও দাবি করেছেন, এতগুলো সেন্টারে খাবার নেই এ কথা তাঁর জানা ছিল না।

পুরো বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি জেলা আইসিডিএস চেয়ারম্যান ও কোতুলপুরের তৃণমূল বিধায়ক হরকালি প্রতিহার। প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান। যদিও শাসকদল তৃণমূলের দাবি, “কেন্দ্র প্রয়োজনীয় বরাদ্দ দিচ্ছে না। কয়েকদিন সমস্যা হয়েছিল, এখন ফের সরবরাহ শুরু হয়েছে।” কিন্তু গ্রামবাসীরা তা মানতে নারাজ। তাঁদের বক্তব্য, “দুই মাস ধরে কোনও জিনিস আসেনি। বাচ্চারা অপুষ্টিতে ভুগছে। এটা কি প্রকল্প চালানোর নাম?”

গর্ভবতী মায়েদের ক্ষোভ , “পুষ্টিই যেখানে প্রকল্পের মূল কথা, সেখানে সেই খাবারই নেই! রাজ্যের নজরদারি কোথায়?” পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের গাফিলতি ও উদাসীনতার অভিযোগও তুলছেন স্থানীয়রা।

–––––––––––––––––––––––

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande